| মঙ্গলবার, ১২ মে ২০২০
তারাকান্দা(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির নির্দেশনায় পবিত্র রমজান মাসে রোজা রেখে এক বর্গাচাষি কৃষকের ধান কেটে দিয়েছে তারাকান্দা উপজেলা ছাত্রলীগ।
সোমবার উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান মাজহারুল ও সাধারণ সম্পাদক শিবু চন্দ্র দাসের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা ৪ নং গালাগাঁও ইউনিয়নের ডৌহাতলী গ্রামের বর্গাচাষি কৃষক তোফাজ্জল হোসেনের ৪৫ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দেয়।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান মাজহারুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা শরীফ আহমেদ এমপি মহোদয়ের নির্দেশনায় আমরা বর্গাচার্ষি কৃষকের ৪৫ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দিয়েছে। কৃষকেরা এদেশের প্রাণ। আমাদের মুখে অন্ন তুলে দেওয়ার কারিগর। কৃষকের কল্যাণে আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে।
Posted ২:১১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি