| রবিবার, ১০ মে ২০২০
বিধান চন্দ্র রায়, ঘাটাইল টাংগাইল প্রতিনিধিঃ
বৈশ্বিক মহামারী উপেক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশ মোতাবেক রোববার হতদরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন টাঙ্গাইলের ঘাটাইল রসুলপুর ইউনিয়ন ছাত্রলীগ।
করোনা’র প্রার্দুভার্বের কারনে হতদরিদ্র কৃষক কাজের লোক না পাওয়ায় পাকা ধান কাটার বিপাকে পড়েছেন কৃষকরা । তাই ”মানুষ মানুষের জন্য”স্লোগান কে সামনে রেখে ইউনিয়ন ছাত্রলীগের ছাত্রনেতা এস এন খান রানার নেতৃত্বে রসুলপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জাঙ্গালিয়া গ্রামের হতদরিদ্র কৃষক জামাল শেখের ১ বিঘা জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন রসুলপুর ইউনিয়ন ছাত্রলীগ ও শিক্ষকরা।
ছাত্রনেতা এস এন খান রানা বলেন, করোনা’র বৈশ্বিক মহামারীতে কৃষক তাদের বোরো সোনালী ফসল ঘরে তুলতে বিপাকে পড়েছে। কাজের লোকের অভাবে মূলত এ সমস্যা দেখা দিয়েছে।জানতে পারি এ গ্রামের একজন নিম্ম আয়ের হতদরিদ্র কৃষক লোকের অভাবে তার ধান কাটতে পাচ্ছে নাহ এমনবস্থায় আমি সহ রসুলপুর ইউনিয়নের ছাত্রলীগের প্রত্যেক সদস্য নিয়ে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছি। করোনার কারনেই আমাদের এই প্রয়াস এটা একটা চলমান প্রক্রিয়া। যতদিন কৃষক তার সোনালী ফসল ঘরে তুলতে সক্ষম হবে না ততদিন আমাদের টিম জনকল্যানে কাজ করে যাবে।
শিক্ষক আনোয়ার হোসেন জানান, অনেক হত দরিদ্র কৃষক শ্রমিকের অভাবে পাকা ধান কাটতে পারছেনা। আমাদের সবাইকে কৃষকদের এই দূর্যোগের মূহুর্তে পাশে দাঁড়াতে হবে। এবং ধান কাটায় উদ্বুদ্ধ করতে হবে । আমরা যে কোন দূর্যোগের মূহুর্তে মেহনতি মানুষের পাশে সব সময় দাঁড়াতে পারি।
এ সময়ে উপস্থিত ছিলেন রসুলপুর ইউনিয়ন ছাত্রলীগের পরিশ্রমী ছাত্রনেতা এস এন খান রানা,আরিফুল ইসলাম,চাঁনমামুদ, রুবেল, তামজিদ,খলিল,আতিক,কামরুল,তায়েব,শাহাদৎ,সাদ্দাম,বিল্লাল,শাহাদত,মাহিম, কামরুল তালুকদার, রুবেল, নুরুল ইসলাম, ,আজিজুল ইসলাম,আলামিন প্রমুখ।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন,মোস্তফা খন্দকার।
Posted ৭:২০ পূর্বাহ্ণ | রবিবার, ১০ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি