তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি | রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
পঞ্চগড় তেঁতুলিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এনসিএসটি সেল ও বঙ্গবন্ধু ফেলোশিপ ট্রাষ্ট্রের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক’ সেমিনার ও প্রদর্শনী।
শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশার (ভূমি) মাসুদুল হক, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দ শাকিল আহমেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাশেম, মডেল থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলামসহ প্রমুখ।
সেমিনারে বক্তারা বিশ্বায়নের এই যুগে প্রযুক্তিকে কাজে লাগিয়ে গ্রামকে শহরে রুপান্তরিত করতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি উদ্ভাবন এবং এর প্রয়োগ ও সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন।
এতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের স্টেক হোল্ডারগণ, জনপ্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
Posted ৯:৩২ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি