| মঙ্গলবার, ০২ জুন ২০২০
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃযশোরের শার্শা উপজেলার একটি গ্রামে আরো দু’জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এনিয়ে শার্শা উপজেলার সদর ইউনিয়নের কাজিরবেড় গ্রামে তিন জন আক্রান্ত হলেন।উপজেলায় মোট ১৩জনের শরীরে কোভিড-১৯ পাওয়া গেলেও ৯ জন ইতোমধ্যে সুস্থ্য হয়েছেন।
সোমবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠানো নমুনা থেকে এই দুই জনের আক্রান্তের রিপোর্ট পেয়েছি বলে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী।
তিনি বলেন,কোভিড-১৯ শনাক্ত হয়েছে যাদের তাদের দু’জনই যুবক।অন্যজন চট্রগ্রাম শুল্ক ভবনের শুল্ক কর্মকর্তা। স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্ত মোতাবেক এদেরকে বাড়িতে রেখে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা দেওয়া হচ্ছে। আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। উপজেলায় এই নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ জন। এর মধ্যে ৯ জন সুস্থ হয়েছেন।বাকিরা বাড়িতে ও হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন বলে জানান ইউসুফ আলী।
Posted ১২:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জুন ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি