| শনিবার, ০২ মে ২০২০
মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ “পুষ্টি উন্নয়নের বুনিয়াদ” স্লোগানে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ উপলক্ষে শার্শায় পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২ মে) দুপুরে শার্শা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শার্শা যশোরের আয়োজনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুস্থ ও গর্ভবতী মায়েদের মধ্যে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইউসুফ আলী সহ প্রমূখ।
Posted ১:০৯ অপরাহ্ণ | শনিবার, ০২ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি