| সোমবার, ১১ মে ২০২০
মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ যশোরের শার্শা সীমান্ত থেকে ৩৫ বোতল ফেনসিডিল সহ শিমুল হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১১ মে) সকালে শার্শা থানার বালুন্ড গ্রাম থেকে তাকে আটক করে শার্শা থানা পুলিশ। আটক শিমুল ঝিকরগাছা থানার কুমড়ি (পশ্চিম পাড়া) গ্রামের আবুল কালামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে, শার্শা থানার এএসআই মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বালুন্ড গ্রামের সেতাই ব্রিজের উপর থেকে ৩৫ বোতল ফেনসিডিল সহ শিমুলকে আটক করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।
Posted ১১:০৫ পূর্বাহ্ণ | সোমবার, ১১ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি