| বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০
স্টাফ রিপোর্টার: বগুড়া শহর আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের স্মরণে বগুড়া জেলা আওয়ামীলীগ কার্যালয়ে ১৫’ই আগষ্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারবর্গের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা শেষে করোনাকালীন সময়ে স্বাস্হ্যবিধি মেনে এক বিশাল শোক র্যালী শহর প্রদক্ষিন করে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়ার কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সাখাওয়াত হোসেন শফিক।
জেলা আওয়ামী লীগ সহ পৌর আওয়ামী লীগের সকল ওয়ার্ডের নেতাকর্মী এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচীতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
এসময় বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সাখাওয়াত হোসেন শফিক বলেন, জাতীয় শোক দিবসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছি। ওই দিনে নিহত সবার রুহের মাগফেরাত কামনা করছি এবং স্বাধীন বাংলাদেশের স্থপতি ও তার পরিবারকে হত্যাকারী সকল খুনিকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
Posted ৩:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি