| মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
গাজীপুর সংবাদদাতাঃ
প্রাণঘাতী করোনা ভাইরাসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষগুলো যখন গৃহবন্দী, লকডাউন এ জীবন যাপন করছে। দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য সারাদিন পরিশ্রম করতো। অথচ মহামারী করোনা ভাইরাসের কারণে এখন তারা ঘর থেকে বের হতে পারছেনা।
ঠিক এমন সময় গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ সরকার তাদের পাশে দাঁড়িয়েছেন। তিনশ’ হতদরিদ্র মানুষের খাদ্য সামগ্রী নিয়ে তাদের ঘরের দরজায় পৌঁছে দিয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে দরিদ্রদের মাঝে বিনামূল্যে ওই খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল,তেল, লবণ, আলুসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস।
গাজীপর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ সরকার বলেন “মানব সেবাই পরম ধর্ম এবং মানুষ মানুষের জন্য “ এই কথা গুলি বিশ্বাস করি বলেই কর্মহীন ও অসহায় মানুষের জন্য আমার ক্ষুদ্র প্রচেষ্টা ।
Posted ১২:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি