তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | শনিবার, ২৮ মে ২০২২
তেঁতুলিয়ায় সংগীত ও ঠাকুরগাঁও বেতার শিল্পী সিরাজুল ইসলাম দেওয়ানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে চৌরাস্তা বাজারের বাজারের এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা সুরেলা সংগীতালয় একটি ক্লাব।
সাংস্কৃতিক কর্মী রবিউল ইসলামের সঞ্চালনায় সিনিয়র সাংবাদিক ও লালন পর্ষদের প্রতিষ্ঠা সভাপতি সাংস্কৃতিক কর্মী বাউল শিল্পী খাদেমুল ইসলামের সভাপতিত্বে উপস্থিতিতে সংগীত শিল্পী সিরাজুল দেওয়ান সম্পর্কে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ক্যামেলিয়া ব্যান্ডের মোস্তফা সুমন, প্রেস ক্লাবের সভাপতি সোহরাব আলী, সাংস্কৃতিক কর্মী রিয়াজুল ইসলাম মোল্লা, রাজনৈতিক ব্যক্তি আব্দুল মতিন, কবির হোসেন, সাংস্কৃতিক কর্মী সফিকুল ইসলাম, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, লালন সদস্য আব্দুল রহমান বাবু, মোকসেদ আলী, আজিজ, আব্দুল গনি, সিদ্দিক, নজরুল ইসলাম প্রমুখ। এছাড়াও স্মরণ সভায় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক, রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
বক্তারা সংগীত ও ঠাকুরগাঁও বেতার শিল্পী সিরাজুল ইসলাম দেওয়ানের সাংস্কৃতিক ও সংগীতায়নের অবদান নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সেই সাথে উপজেলা শিল্পকলার একাডেমির চলমান সমস্যা সমাধান বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম বিভিন্ন সাংস্কৃতিক কর্মীদের নানান দিকনিদের্শনামূলক বক্তব্য ও আগামী দিনের সাংস্কৃতিক কর্মীদের পাশে থাকার পরিকল্পনার কথা উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে অধিকার প্রতিষ্ঠা ও যেকোন সৃষ্ট সমস্যা সমাধানে কাজ করার আহবান জানান।
উল্লেখ্য, চলতি সালের গত ৩০ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের কানকাটা গ্রামের বাসিন্দা ও রাজনৈতিক এমরাতুল্ল্যার ছোট ভাই।
Posted ৩:৫১ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ মে ২০২২
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি