| রবিবার, ০৯ আগস্ট ২০২০
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:- ত্রিশাল সাংবাদিক সমিতির সভাপতি ও ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মোখলেসুর রহমান সবুজের শাশুড়ি ফজিলা বেগম( ৮৮) গতকাল রাতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিরার সকালে দরিরামপুরস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার ও ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিসুজ্জামান আনিস গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও শোক প্রকাশ করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হুমায়ুন করির আকন্দ, সাপ্তাহিক ত্রিশাল বার্তা সম্পাদক শামীম আজাদ আনোয়ার, বাংলাদেশ সাংবাদিক সমিতির ত্রিশাল উপজেলা শাখার সভাপতি খোরশেদুল আলম মুজিব, সাপ্তাহিক সবুজ সময় সম্পাদক ও বণিক বার্তা ময়মনসিংহ জেলা প্রতিনিধি অধ্যাপক আলমগীর কবীৱ, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সেলিম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জুবায়ের হোসেইন, কালের কন্ঠ উপজেলা প্রতিনিধি ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান নোমান,বাংলাদেশ সাংবাদিক সমিতির ত্রিশাল শাখার সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম,দৈনিক সমকাল প্রতিনিধি মতিউর রহমান সেলিম, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মামুনুর রশিদ, জামাল উদ্দীন শামীম, ত্রিশাল উপজেলা শ্রমিকলীগ সভাপতি সোহেল মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম সুমনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।
Posted ১:২৮ অপরাহ্ণ | রবিবার, ০৯ আগস্ট ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি