| শনিবার, ০২ মে ২০২০
রবিউল ইসলাম রতন
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে চলছে লগডাউন, এতে কর্মহীন হয়ে পরেছে শ্রমজীবী মানুষেরা , এসকল অসহায় ও কর্মহীনদের বাড়িতে বাড়িতে সাইকেল চালিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে উপজেলার গ্রাম ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন “হেল্প সোসাইটি ধামনাগছ”।
করোনা ভাইরাস দেশে প্রবেশের পর থেকেই সংগঠনটি এই ভাইরাস প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মকান্ড করে আসছে।
রমজান উপলক্ষে তারা প্রতি শুক্রবার বাড়িতে বাড়িতে গিয়ে অসহায়দের খুজে বের করে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে।
সংগঠনের উপদেষ্টা হুমায়ুন কবির বলেন “করোনা ভাইরাস প্রতিরোধে ও জনসচেতনতা সৃষ্টিতে আমরা কাজ করে যাচ্ছি শুরু থেকেই, এরই মধ্যে ঘোষিত লকডাউনে বিপাকে পরেছে এলাকার কর্মহীন হয়ে যাওয়া মানুষেরা, আমাদের সংগঠন চেস্টা করছে, এসকল অসহায় মানুষদের পাশে সাধ্যমতো দাঁড়াতে। সামনেও আমাদের কার্যক্রম চলমান থাকবে।
Posted ৫:৪১ পূর্বাহ্ণ | শনিবার, ০২ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি