| শুক্রবার, ০৮ মে ২০২০
রাকিবুল হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নের সমাজ সেবক রবিউল ইসলাম রবির উদ্যোগে এবং ওয়ার্ড যুবলীগ সভাপতি উজ্জ্বল হোসেনের সহযোগীতায় করোনাভাইরাসের কারণে ঘরে থাকা অসহায় হয়ে পড়া কর্মহীন নিম্নবৃত্ত ও মধ্যবৃত্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আজ শুক্রবার সকাল ১১ টায় সান্তাহার ইউপির সান্দিড়া স্টার ক্লাব প্রাঙ্গণে দুইশত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলুসহ এই খাদ্য সহয়তা প্রদান করেন। এসময়, আদমদিঘী উপজেলা আওয়ামীলীগ নেতা কাজী আবুল কালাম আজাদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী, চঞ্চল, জয়নাল, সৈকত, জুয়েল রানা, শ্রী গৌতমসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। ইতিপূর্বে সান্তাহার ইউপির বিভিন্ন ওয়ার্ডে রবির খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সমাজসেবক রবিউল ইসলাম রবি জানান, লকডাউনে কর্মহীন হওয়া মানুষেরা ঘরে থাকায় অনেকে অর্ধহারে দিন যাপন করছেন। সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে অসহায়দের ত্রান দিয়ে সহযোগীতা করা হচ্ছে। যাতে পরিবার নিয়ে একবেলা পেট ভরে খেতে পারে। সেখানে মানুষের মাঝে প্রকাশ করতে না পারা এমন লোকজন ও পরিবার খুজে বের করে সাহায্য করাটা বেশি জরুরী।
Posted ১২:০৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি