রাকিবুল হাসান আদমদিঘী (বগুড়া) | মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১
বগুড়ার সান্তাহারের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাতে সান্তাহার রেলওয়ে থানাধীন কাহালু স্টেশন এলাকায় কলেজ ট্রেনে কাটা পরে এ ঘটনাটি ঘটে। মঙ্গলবার সকালে রেলওয়ে থানার একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, কাহালু স্টেশনের পূর্ব পার্শ্বে রেললাইনের উপর দিয়ে ওই অজ্ঞাত ব্যক্তি পার হওয়ার সময় সান্তাহার থেকে বোনারপাড়া গামী কলেজ ট্রেনটি আসায় কাটা পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শহীদ জীয়া মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেন। এ রির্পোট লেখা পর্যন্ত তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Posted ১১:১৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি