| বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০
চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ফজিলাতুন নেসা বাপ্পী।বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মারা যান তিনি।
এর আগে, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে গত শনিবার (২৭ ডিসেম্বর) ফজিলাতুন নেসা বাপ্পীকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ফজিলাতুন নেসা বাপ্পি সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন। নবম ও দশম সংসদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন।
Posted ৩:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি