| বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
অনলাইন ডেস্ক : নোবেল সাহিত্য পুরস্কারের জন্য পোলিশ লেখক ওলগা তোকারচুক ও অস্ট্রিয়ার পিটার হান্দকে মনোনয়ন দিয়েছে সুইডিশ একাডেমি। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে এই পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
কেলেঙ্কারির জেরে গত বছর স্থগিত হয়ে যাওয়ায় এ বছর সাহিত্যে দুই বছরের নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে।
২০১৮ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন পোলিশ লেখক ওলগা তোকারজুক এবং ২০১৯ সালের পুরস্কার উঠবে অস্ট্রিয়ান লেখক পিটার হান্দকের হাতে।
আগামী ১০ সেপ্টেম্বর নোবেল পুরস্কারের প্রতিষ্ঠাতা আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে অন্য পাঁচ ক্যাটাগরিতে নোবেল বিজয়ীদের সাথে স্টকহোমে এক জমকালো অনুষ্ঠানে এসব পাবেন।
Posted ১:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি