| বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
সুনামগঞ্জ সংবাদদাতাঃ
করোনা পরিস্থিতিতে মানুষের অপ্রয়োজনীয় ঘুরাফেরা, দোকানপাঠ বন্ধ রাখতে সুনামগঞ্জে সামাজিক দুরত্ব বজায় রেখে মাঠে রয়েছে সেনাবাহিনী। করোনাকাল থেকে জেলার সর্বত্র তাদের অভিযান অব্যাহত রয়েছে। তাদের করোনা প্রতিরোধ বিষয়ক কার্যক্রম আজ বৃহস্পতিবার শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় পরিদর্শন করেছেন ১৭ পদাতিক ডিভিশন সিলেট এর জিওসি মেজর জেনারেল মোহাম্মদ যোবায়ের সালেহীন। শহরে সেনাবাহিনীর প্লেকার্ড হাতে রেখেও মাইকিং করে জনসচেনতা মূলক কার্যক্রম দেখে পরিদর্শনকালে সন্তোষ প্রকাশ করেন তিনি । এর আগে তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন শামস উদ্দিন। মেজর জেনারেল সালেহীন বলেন, করোনা প্রতিরোধে শুরু থেকেই মাঠে রয়েছে সেনাবাহিনী। জীবনের ঝুঁকি নিয়ে সামাজিক দুরত্ব বজায় রাখার চেষ্টা অব্যাহত রয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আরো বেশী সচেতন হওয়ার আহবান জানান তিনি।
Posted ৮:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি