| শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ২’শ গ্রাম ওজনের গাঁজাসহ সোহানুর রহমান ওরফে সোহাগ (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত মাদক কারবারি সোহানুর রহমান ওরফে সোহাগকে আদালতে পাঠানো হয়। এরআগে গোপন সংবাদের ভিত্তিতে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জহুরুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান। এতে উপজেলা বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা গ্রামের আব্দুর রউফ মিয়ার পুত্র মাদক কারবারি সোহাগকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করে আসামী সোহানুর রহমান সোহাগকে আদালতে পাঠানো হয়েছে।
Posted ২:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি