| বুধবার, ২২ এপ্রিল ২০২০
সবাই ঘরে থাকুন, সুস্থ নিরাপদ থাকুন, অন্যকে সুস্থ নিরাপদ থাকতে সহায়তায় করুন, এই প্রতিপাদ্যে সামনে রেখে , টাঙ্গাইল জেলায় করোনা ভাইরাস প্রার্দুভাব মোকাবেলায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী রেড ক্রিসেন্টের ভলেন্টিয়ার,মাঠ প্রশাসনের কর্মকর্তা, সস্মানীত সাংসদ, আইন শৃঙ্খলা বাহিনী সদস্য, সাংবাদিকবৃন্দ ও অন্যান সেচ্ছাসেবী যেসকল প্রতিষ্ঠান দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের সুরক্ষার জন্য সকাল থেকে ভাসন্ধ্যা পর্যন্ত নিজ হাতে কালিহাতী উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট শিল্প পতি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সপতি টাঙ্গাইল জেলা জাফর আলী খান তাঁর নিজস্ব তহবিল থেকে করোনা ভাইরাস সুরক্ষার জন্য ৪০০ পিপিই হস্তান্তর করেন। বাংলাদেশ ইউপি সদস্য, মহিলা ইউপি সদস্য,ইউপি চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান পৌর মেয়র,সংসদ সদস্য,সরকারের এসকল নির্বাচিত জনপ্রতিনিধির পাশাপাশি দেশের সকল বিও্ববানদের জাতির এই চরম দুঃসময়ে পাশে দাঁড়ানো উদাত্ব আহবান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা তাঁর এ আহবানে সাড়া দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট শিল্প পতি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সভাপতি টাংগাইল জেলা জাফর আলী খান। এসকল সুরক্ষার পিপিই হস্তান্তর করেন তিনি বলেন বাঙালি জাতি বীরের জাতি। অতীতে নানা দূযোর্গ – দুবির্পাকে বাঙালি জাতি সাহসের সাথে সেগুলো মোকাবেলা করছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি। বিজয়ী ও বীরের জাতি আমরা। আমরা সম্মিলিতভাবে করোনা ভাইরাস জনিত মহামারীকে প্রতিরোধ করতে পারবো, ইনশাআল্লাহ। সর্বশেষ তিনি আরোও বলেন প্রাথমিকভাবে আমার নিজস্ব তহবিল থেকে টাংগাইল জেলায় সুরক্ষার ৪০০ পিপিই হস্তান্তর করলাম।পরবর্তীতে আবার পবিত্র রমজান উপলক্ষে আমার নিজস্ব তহবিল থেকে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে কাজ বন্ধ হয়ে যাওয়া সকল গরীব দুঃখী হত দরিদ্র খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ তায়ালা কাছে এই প্রার্থনা করি মহামারী এই প্রলয় অতি তাড়াতাড়ি থেমে যাক।আপনারা সবাই ঘরে থাকুন, সুস্থ নিরাপদে থাকুন। সর্বশক্তিমান আল্লাহ তায়ালা আমাদের সহায় হোন।
Posted ৩:০৩ অপরাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি