| রবিবার, ২২ মার্চ ২০২০
অনলাইন ডেস্ক : স্ত্রীর কাছে গোপন করে প্রেমিকার সঙ্গে ইতালি ঘুরতে গিয়েছিলেন এক ব্যক্তি। আর সেখানেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৩০ বছর বয়সী ওই ব্রিটিশ নাগরিক আপাতত নিজ দেশে কোয়ারেন্টিনে আছেন। তার সঙ্গে তার স্ত্রীকেও হোম কোয়ারেন্টিন করে রাখা হয়েছে।
তবে ওই ব্যক্তির স্ত্রী বুঝতেই পারছেন না, কীভাবে স্বামীর দেহে সংক্রমিত হলো প্রাণঘাতী এই ভাইরাস। কারণ তার স্বামী জানিয়েছিলেন, ব্যবসার কাজে ব্রিটেনেরই এক জায়গায় যাচ্ছেন তিনি। কিন্তু শরীরে কোভিড-১৯-এর উপসর্গ দেখামাত্র ভয় পেয়ে যান ওই ব্যক্তি।
ব্রিটিশ সংবাদসংস্থা ডেইলি মেইলর এক প্রতিবেদনে বলা হয়, দেশে ফিরে চিকিৎসকের কাছে যান ওই ব্যক্তি। দেরি না করে ইংল্যান্ডের জনস্বাস্থ্য সংযোগকারীকে গোটা ঘটনা খুলে বলেন তিনি। তাদের জানান, করোনার আতঙ্কের মধ্যেই ইতালি উড়ে গিয়েছিলেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন তার প্রেমিকা।
ওই ব্যক্তিকে পরীক্ষা করে করোনা পজিটিভ বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইতালি থেকেই তার শরীরে এ ভাইরাস ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওই ব্যক্তির প্রেমিকাও করোনাভাইরাসে আক্রান্ত কি না, তা জানা যায়নি। কারণ, ওই নারীর নাম স্বাস্থ্যকর্মীদের কাছে প্রকাশ করা হয়নি।
তবে হাসপাতাল থেকে জানানো হয়েছে, ওই ব্যক্তির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তিনি সংক্রমণমুক্ত হয়ে যাবেন বলেই আশা করছেন চিকিৎসকেরা।
Posted ৩:৪৫ অপরাহ্ণ | রবিবার, ২২ মার্চ ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি