| শনিবার, ০৯ মে ২০২০
নিজেস্ব প্রতিবেদকঃ
স্পেশাল পার্সেল ট্রেন উদ্বোধন করলেন বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন ।
করোনা ভাইরাসের সংক্রামন ঠেকাতে দেশে লকডাউন চলার কারণে গন পরিবহন ও দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য পরিবহনের জন্য ঢাকা-পঞ্চগড়-ঢাকা রুটে স্পেশাল পার্সেল ট্রেন চালু করলো বাংলাদেশ রেলওয়ে ।
শনিবার ( ৯মে) বিকেলে পঞ্চগড় বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশনে ট্রেনটি উদ্বোধন করেন তিনি ।
জানা গেছে,স্পেশাল পার্সেল ট্রেনটি সপ্তাহে ৬ দিন ঢাকা-পঞ্চগড়-ঢাকা রুটে নিয়মিত ভাবে চলাচলা করবে । পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেন থেকে স্পেশাল পার্সেল ট্রেনটি সপ্তাহের প্রতি শনিবার,সোমবার ও বুধবার ঢাকার উদ্দ্যেশে ও প্রতি রোব,মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা কমলাপুর রেলস্টেশণ থেকে পঞ্চগড়ের উদ্দ্যোশে ছাড়বে ।
এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান,জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট,জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী প্রমুখ ।
Posted ১২:৪৫ অপরাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি