| সোমবার, ২০ এপ্রিল ২০২০
তসলিম হাসান হৃদয়,চট্টগ্রাম :ব্যক্তি উদ্যোগে মহামারী করোনা দূর্যোগে ঘরবন্ধী অসহায় দুস্থ মানুষদের খাদ্য সামগ্রী উপহার দিলেন দেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো এনটিভি মার্সেল প্রেজেন্টস হাশো সিজন-৫ এর ফাইনালিস্ট সাবরিনা করিম।তিনি একাধারে অভিনেত্রী ও উপস্থাপকও।বিশ্বজুড়ে মহামারীভাবে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস (কোভিড-১৯)মোকাবেলায় চলছে লকডাউন।২১০টি দেশ আক্রান্তের মধ্যে বাদ যায়নি বাংলাদেশও। দেশে প্রাণঘাতি এ করোনা মোকাবেলায় দীর্ঘদিন ধরে চলছে লকডাউন ব্যবস্থা।এতে করে
একদিকে কর্মহীনতা, অন্যদিকে ঘরবন্দি জীবন যাপনে খাবার সংকটে ভুগছে মানুষ।খাদ্য সংকটে পরিস্থিতিতে নিজ উদ্যোগে চট্টগ্রামে ৪৫টি মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে তুলে দিয়েছেন কমেডিয়ান ও অভিনেত্রী সাবরিনা করিম। তিনি আজ নগরের, ২নং গেইট, মুরাদপুর, চকবাজার, এর বিভিন্ন স্থানে এ উপহার দেন।
এ বিষয়ে এ সাবরিনা করিম প্রথম দৃষ্টিকে বলেন,”এটা আমার ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র। সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ এই মানুষ কে সাহায্য এগিয়ে আসুন। আমরা সকলে মিলে এই মহামারী কে মোকাবিলা করতে পারব এক সাথে এই মানুষগুলোর পাশে দাড়ালে।”তিনি আরও বলেন “আমার এই উপহার প্রদান অব্যহত থাকবে।”
Posted ১:৫০ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি