হিলি প্রতিনিধি | শুক্রবার, ১৪ মে ২০২১
হিলি সীমান্তের শুন্যরেখায় বিজিবি-বিএসএফের মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একে অপরকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে।
শুক্রবার (১৪ মে) সকাল ১১ হিলি সীমান্তের শুন্যরেখায় বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার সতিশ শিং বিজিবির হিলি আইসিপি চেকপোষ্ট কমান্ডার ইয়াসিন আলীর নিকট বিএসএফের পক্ষ থেকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানান। এর আগে গতকাল বিকেলে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়। এসময় সেখানে উভয় বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
সীমান্তে সৌহাদ্য, সম্প্রতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখে যেন দুবাহিনী তাদের দায়ীত্ব পালন করতে পারে সে লক্ষ্যে দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে আমরা একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে থাকি। এই ধরনের রেওয়াজ হিলি সীমান্তে দীর্ঘদিন ধরে চলে আসছে বলে জানান বিজিবি।
Posted ১২:১৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ মে ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি