হিলি প্রতিনিধি | বুধবার, ১৮ নভেম্বর ২০২০
দিনাজপুরের হিলিতে করোনার ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ১৯০জন কৃষক-কৃষানীদের মাঝে বিনামুল্যে সরিষা, গম, টমেটো, মরিচ, পেঁয়াজসহ বিভিন্ন বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।
২০২০-২১ অর্থবছরের রবি মৌসুমের কৃষি প্রনোদনা ও পুর্নবাসন কর্মসুচীর আওতায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বুধবার দুপুর ১২টায় উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে তাদের মাঝে বীজ ও সার বিতরন করা হয়। হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম তাদের মাঝে এসব বীজ ও সার বিতরন করেন।
এসময় সেখানে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-এ আলম, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা, উপজেলা কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা, কৃষি সম্প্রসারন অফিসার আরজেনা বেগম, সহ অনেকে। বীজ ও সার বিতরন শেষে কৃষকদের এসব বীজ রোপন ও রক্ষনাবেক্ষন সম্পর্কে ধারনা প্রদান করেন।
Posted ১০:৩৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ নভেম্বর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি