হিলি প্রতিনিধি | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২০
দিনাজপুরের হিলিতে পতাকা উত্তোলন, পুষ্পমাল্য অর্পন ও দোয়া মাহফিলসহ নানা কর্মসুচীর মধ্য দিয়ে জেলহত্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ৮টায় হিলি বাজারস্থ আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করন ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে জাতীয় চার নেতার প্রতিকৃতিতত্বে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ নিহতদের রুহের মাগফেরাত কামনা করে ও শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাসিম আহম্মেদসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি