হিলি প্রতিনিধি | বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
দিনাজপুর জেলায় হাকিপুর উপজেলার দ্বিতীয় ধাপে ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই দফায় সারাদেশে ৮৪৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ নভেম্বর।
বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তথ্য জানান। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।
হাকিমপুর উপজেলার ইউনিয়নগুলো হলো, ১নং খট্রামাধবপাড়া, ২নং বোয়ালদাড় এবং ৩নং আলীহাট ইউনিয়ন পরিষদ। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ।
Posted ৬:২০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি