হিলি প্রতিনিধি | বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
ছবি-প্রথম দৃষ্টি
দিনাজপুরের হিলিতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। বুধবার সুর্যোদয়ের সাথে সাথে হিলির মুহাড়াপাড়াস্থ সন্মুখ সমরে ৩১বার তোপধ্বনীর মধ্যদিয়ে মহান বিজয় দিবসের শুভ সুচনা করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদের নেতৃত্বে উপজেলা প্রশাসন সন্মুখ সমরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর পরে একে একে পুলিশ, মুক্তিযোদ্ধা, পৌরসভা, আওয়ামীলীগ, বিএনপি, হিলিপোর্ট, হিলি শুল্কস্টেশন, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমুহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে কর্মসুচীর শুভ উদ্বোধন করা হয়।
এসময় সেখানে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা, পৌরমেয়র জামিল হোসেন চলন্ত, ওসি ফেরদৌস ওয়াহিদসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও বাদযোহর সকল মসজিদ মন্দির সহ অন্যান্য ধর্মীয় উপাসনালগুলোতে বিশেষ প্রার্থনা, দুপুরে হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন, এছাড়াও উপজেলা পরিষদ সভাকক্ষে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে ভার্চুয়ালি আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
Posted ৭:২৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি