হিলি প্রতিনিধি | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
দিনাজপুরের হিলিতে করোনার সংক্রমন রোধে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিযিয়ায় কর্মরত ২০ জন সাংবাদিকের মাঝে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম (পিপিই), মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
ইউএনডিপির অর্থায়নে এবং বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের সহযোগিতায় গতকাল সন্ধ্যায় বাংলাহিলি বাজারস্থ সাপ্তাহিক আলোকিত সীমান্তের কার্যালয়ে হিলি স্থলবন্দর ও বিরামপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম হিলি শাখার সভাপতি ও এনটিভির হিলি প্রতিনিধি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন, মাছরাঙা টিভির হিলি প্রতিনিধি হালিম আল রাজী, মোহনা টিভির হিলি প্রতিনিধি আকতার হোসেন বকুল, ইনডিপেনডেন্ট টিভির হিলি প্রতিনিধি সাজ্জাদ হোসেন, একুশে টিভির হিলি প্রতিনিধি সালাহউদ্দিন বকুল, আরটিভির হিলি প্রতিনিধি আব্দুল আজিজসহ বিভিন্ন দৈনিক ও নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকবৃন্দ।
Posted ১২:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি