| শনিবার, ০৪ এপ্রিল ২০২০
কোলাহল পূর্ণ পৃথিবী হঠাৎ করেই থমকে গেছে, নিস্তব্ধতায় ছেয়ে গেছে জনবল আর লোকারণ্য। সারা পৃথিবীতে হঠাৎ করেই চীনের থেকে মরন ব্যাধি করোনা ভাইরাস এর আগমন।মানুষকে অবস্থা করুণ ও শোচনীয় হয়ে পরছে। বিশেষ বাংলাদেশ এর সাধারণ পরিবার গুলা না খেয়ে কষ্ট পাচ্ছে দিনমজুর আর খেটে খাওয়া মানুষ গুলো।
এসব দিনমজুর আর খেটে খাওয়া মানুষের পাশে দারিয়েছে একটা অনলাইন চ্যানেল হৃদয় টিভি গ্রুপের সদস্যরা। তারা প্রায় ১০০ পরিবার কে এক সপ্তাহের চলার মত করে সাহায্য করছেন। আরো ১০০ পরিবার কে রোজার আগে সাহায্য করার কথা বলেছে হৃদয় টিভি চ্যানেল এর চেয়ারম্যান তসলিম হাসান হৃদয়, তিনি বলেন হৃদয় টিভি গ্রুপের প্রতেক টা সদস্য ৫০ টাকা থেকে শুরু করে যে যা পারে সাহায্য করেছে আর আমরা নিজ হাতে খুজে,খুজে দিন মজুরি দের সাহায্য করার সাধ্য মত চেষ্টা করেছি । গ্রুপের সভাপতি মারুফ বলেন, হৃদয় টিভি গ্রুপের পক্ষ ইনশাআল্লাহ আমরা আরো কিছু পরিবার কে সাহায্য করার চিন্তা করেছি রোজার সময়।
সহ-সভাপতি সেলিনা রহমান সমাজের উচ্চবিত্ত পরিবার কে এভাবে গরিব পরিবার গুলোর পাশে সাধ্য মত থাকার আহবান জানান।
Posted ২:২৩ অপরাহ্ণ | শনিবার, ০৪ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি