তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | শুক্রবার, ০৫ ফেব্রুয়ারি ২০২১
সীমান্ত শিশুদের হাসি ফুটানোর পর খেটে খাওয়া হোটেল কর্মচারীদের শীতের উষ্ণতা
ছড়িয়ে দিতে কম্বল উপহার দিল শিশুস্বর্গ। প্রতি বছর শীত মৌসুমে শীতের উষ্ণতা দিতে প্রান্তিক জনপদের অবহেলিত, দুস্থ ও অসহায় শিশুদের শীতবস্ত্র দেয়ার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের দিয়ে থাকে শীতের নতুন কম্বল। শুক্রবার দুপুরে চৌরাস্তা বাজারে বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার এক্সিকিউটিভ ডিরেক্টর হাবিবুর রহমানের সৌজন্যে হোটেল কর্মচারীদের মাঝে শতাধিক কম্বল উপহার তুলে দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান শিশুস্বর্গের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবীর আকন্দ।
গত ৯ জানুয়ারি সীমান্তের প্রত্যন্ত অঞ্চলের প্রায় এক হাজার কোমলমতি শিশুকে শীতের নতুন জামা উপহার দিয়ে হাসি ফুটায় এই শিশুস্বর্গ ফাউন্ডেশন। সীমান্তের অবহেলিত, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিয়ে ২০১০ থেকে কাজ করে আসছে এ প্রতিষ্ঠানটি। প্রান্তিক শিশুদের জীবনমান উন্নয়নে শীতবস্ত্র, ঈদবস্ত্র, শিক্ষাবৃত্তি ও শিক্ষিত বেকার যুবক, নারীদের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে শিশুস্বর্গ। সুবিধা-বঞ্চিত, হতদরিদ্র শিশুদের উন্নত ভবিষ্যত গড়ার পরিকল্পনা নিয়ে গড়ে তুলেছে শিশুস্বর্গ বিদ্যা নিকেতন ও শিশু আশ্রম। শিশুস্বর্গের শিক্ষাবৃত্তিতে প্রান্তিক অঞ্চলের ৪০জন শিক্ষার্থী দেশের শীর্ষ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন শেষে অনেকেই পেয়েছেন কাংখিত কর্মসংস্থানে চাকরি।
Posted ১:১৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ ফেব্রুয়ারি ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি