| শুক্রবার, ২৭ মার্চ ২০২০
নোবিপ্রবি প্রতিনিধি :
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে নোয়াখালীর স্থানীয় জনগন ও বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী এলাকায় বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার ( ২৬ মার্চ ) নোবিপ্রবি ছাত্রলীগ নেতা জাহিদুর রহমান নাঈমের নেতৃত্বে শাখা ছাত্রলীগের কর্মীরা এই হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও সাধারণ মানুষদের করোনা সংক্রমণের ব্যাপারে সচেতন করার লক্ষ্যে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন।
এ ব্যাপারে নোবিপ্রবি ছাত্রলীগ নেতা জাহিদুর রহমান নাঈম বলেন, করোনা ভাইরাস থেকে সংক্রমিত রোগ COVID – 19 বর্তমান বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। এই ব্যাপারে আমাদের সকলের উচিত সচেতন হওয়া। অপ্রয়োজনে বাসা থেকে না বের হয়ে সরকারকে সহযোগিতা করা।
আমরা নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা একরামুল করিম চৌধুরী এমপির নির্দেশে নোয়াখালীর স্থানীয় জনগণকে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও করোনাভাইরাস প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা করেছি।
Posted ৩:৪১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৭ মার্চ ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি