| শনিবার, ০৩ অক্টোবর ২০২০
তেঁতুলিয়া মডেল থানায় ফেনসিডিলসহ আটক মুক্তারুল
১৪ বোতল ফেনসিডিলসহ এক মাদকব্যবসায়ী আটক
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড় তেঁতুলিয়ায় ১৪ বোতল ফেনসিডিলসহ মুক্তারুল (৩০) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে মডেল থানা পুলিশ। শনিবার (৩ অক্টোবর) রাত সোয়া একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তিরনইহাট ইউনিয়নের দগরবাড়ি হতে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মুক্তারুল ওই এলাকার আফির উদ্দিনের পুত্র।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে এসআই কুদ্দুসের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তার বসতঘর হতে ১৪ বোতল ফেনসিডিলসহ আটক করতে সক্ষম হই। সে দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন স্পটে মাদক ব্যবসা চালিয়ে আসছে। তার বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে ২৫-বি(২) ধারায় মামলা করা হয়েছে। শনিবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে শনিবার দুপুরে মডেল থানার ওসি জহুরুল ইসলাম বলেন, মুক্তারুল তিরনই এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী। গভীর রাতে ১৪ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে তার বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে ২৫-বি(২) ধারায় মামলা করা হয়েছে। বিকেলে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।
Posted ৯:২০ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ অক্টোবর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি