তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তীব্র শীতে জর্জরিত কর্মহীন হয়ে পড়া ৩শ জন ব্যক্তিদের মাঝে নগদ অর্থ ও মাস্ক বিতরণ করেছে বেসরকারি এনজিও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিও। মঙ্গলবার বিকেলে ইএসডিও’র কার্যালয়ে স্টার্ট ফান্ড ও ইউকে এইড এর আর্থিক সহযোগিতায় প্রান্তিক কর্মহীন ব্যক্তিদের মাঝে দৈনিক ৩৫০ টাকা হারে সাতদিনের সহযোগিতার নগদ অর্থ ২ হাজার ৪শ ৫০ টাকা ও স্বাস্থ্যবিধি মানতে ৫০টি মাস্ক বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিন্যান্স কন্ট্রোলার জিল্লুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ জাবের আহমেদ ,ইএসডিও’র সিনিয়র এসিস্ট্যান্ট প্রোগ্রাম কোর্ডিনেটর আইনুল ইসলাম, শাখা ব্যবস্থাপক ওলিয়ার রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ইএসডিও’র সিনিয়র এসিস্ট্যান্ট প্রোগ্রাম কোর্ডিনেটর আইনুল ইসলাম জানান, দেশের অন্যান্য দূর্যোগের মতো শীত এক ধরণের দূর্যোগ। তাই এই শীত দূর্ভোগে যারা কর্মহীন হয়ে পড়া তিনশত ব্যক্তিদের সাতদিনের সহযোগিতা করতে দৈনিক ৩শ ৫০ টাকা হারে ২ হাজার ৪শ ৫০ টাকা ও স্বাস্থ্যবিধি মানতে ৫০টি করে মাস্ক বিতরণ করা হয়েছে।
Posted ১:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি