আন্তর্জাতিক ডেস্ক : | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
ফাইল ছবি
৬ কোটি ছাড়ালো বিশ্বব্যাপি মহামারী করোনায় আক্রান্তের সংখ্যা।বৃহস্পতিবার সকালে করোনাভাইরাস বিষয়ক পরিসংখ্যান সংগ্রহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা যায়,করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ কোটি সাত লাখ ২০ হাজার ৯৯৩ জনে দাঁড়িয়েছে। আর ভাইরাসাটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন ১৪ লাখ ২৬ হাজার ৮৪১ জন।
সংক্রমণের হিসাব অনুযায়ী বিশ্বের শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা এক কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৯৬২ জন। ভাইরাসটিতে মারা গেছেন দুই লাখ ৬৮ হাজার ২১৯ জন। দেশটিতে সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৭৮ লাখ ৫ হাজার ২৮০ জন।
ওয়ার্ল্ডোমিটারে করোনা সংক্রমণের দ্বিতীয় তালিকায় রয়েছে ভারত। দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা ৯২ লাখ ৬৬ হাজার ৭০৫ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ৩৫ হাজার ২৬১ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৮৬ লাখ ৭৯ হাজার ১৩৮ জন।
তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা ৬১ লাখ ৬৬ হাজার ৮৯৮ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ৭০ হাজার ৭৯৯ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৫৫ লাখ ১২ হাজার ৮৪৭ জন।
সংক্রমণের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা ২১ লাখ ৭০ হাজার ৯৭ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ৫০ হাজার ৬১৮ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৫৫২ জন।
তালিকার পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা ২১ লাখ ৬২ হাজার ৫০৩ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ৩৭ হাজার ৫৩৮ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১৬ লাখ ৬০ হাজার ৪১৯ জন।
২০১৯ সালের শেষের দিকে চীনে সর্বপ্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর থেকে বিশ্বের ২০০ এর অধিক দেশ ও অঞ্চলে ভাইরাসটি ছড়িয়ে পড়ে।
Posted ১২:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি