| বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
দেলোয়ার হোসাইন নয়ন: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আজ। দিনদিন এ জেলায় বাড়ছে শীতের তীব্রতা আর কমছে তাপমাত্রা।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে এ জেলায় এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়ার পরিবর্তনে এ জেলায় দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেল থেকেই শুরু হয় কুয়াশা। রাতের বেলা কুয়াশায় ঢেকে যায় সবকিছু, বাড়ে শীতের তীব্রতা। ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত কুয়াশা ঘিরে রাখে কয়েক ঘণ্টা। এই সময়ে গ্রামগঞ্জের মানুষ খর কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করে।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বিগত একমাস ধরে উত্তরের এ জেলায় তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছিল এবং গতকাল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াস ছিল। আজকে তা কমে ৬.২ ডিগ্রি সেলসিয়াসে এসে পৌঁছায়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, হিমালয়ের কাছে হওয়ায় এ জেলায় বরাবরই শীত বেশি হয়। আজ বুধবার সকাল ৬ টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.২ ডিগ্রি সেলসিয়াস।
উল্যেক্ষ গত বছর এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২. ৮ডিগ্রি সেলসিয়াস, যা দেশের ৫০ বছরের ইতিহাসে সর্বনিম্ন।
Posted ৩:০৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি