| শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
স্টাফ করেসপন্ডেন্ট : পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় ৮৭ বছর বয়সেও বৃদ্ধা আমেনার ভাগ্যে জুটেনি একটি বয়স্ক ভাতার কার্ড। তাছাড়া স্বামী মারা যাওয়ার প্রায় আড়াই বছর অতিবাহিত হওয়ার পরও একটি বিধবা ভাতার কার্ডের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও এতে কোন লাভ হয়নি বলে জানান এই বৃদ্ধা।
বৃদ্ধা আমেনা পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলাধীন তিরনই হাট ইউনিয়নের বাবুয়ানী জোত এলাকার মৃত মহির উদ্দিনর স্ত্রী।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় বৃদ্ধা আমেনা একটি বাঁশের লাঠির উপর ভর দিয়ে অসুস্থ শরীর নিয়ে হাটছে।
জানা যায়,বৃদ্ধা আমেনা বিভিন্ন রোগে ভুগছেন,তিনি ৫ ছেলে মেয়ের জননী তার ছেলেগুলো প্রায় বয়স্ক তারাও কোন রকম কাজ করে চলছেন। বৃদ্ধা আমেনা ছেলের ঘরের নাতি,নাতির ঘরের পুতি ও পুতির ঘরে ছুতিও দেখছেন বলে পরিবার সূত্রে জানা যায়।
এবিষয়ে বৃদ্ধা আমেনার বড় ছেলে লুৎফর রহমান জানান’ আমার বৃদ্ধা মায়ের একটি বয়স্ক ভাতাৱ কার্ডের জন্য ইউনিয়ন পরিষদে অনেক বার গেছি তারা শুধু আশ্বাস দেয় কিন্তু ভাতার কার্ড আর দেয়না’।
বৃদ্ধা আমেনার সাথে কথা বললে তিনি জানান,’ আমি খুব অসুস্থ,একটা বয়স্ক ভাতার কার্ডের জন্য ইউনিয়ন পরিষদের অনেক বার গিয়েছি তারা শুধু আশ্বাস দেন আমায়,এখন আর হাটাচলা করতে পারি না ফলে কোথায় যেতেও পারি না। সরকারের কাছে অনুরোধ শেষ বয়সে যদি একটা কার্ড করে দিতো তাহলে উপকার হতো আমার’।
এবিষয়ে তিরনই হাট ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম আশ্বস্ত করে জানান,বৃদ্ধা আমেনাকে সামনের বার কার্ড আসলে তাকে একটি বয়স্ক ভাতার কার্ড করে দেয়া হবে ‘।
Posted ৫:৪৬ পূর্বাহ্ণ | শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি