প্রথম দৃষ্টি ডেস্ক : | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২
বয়সে হার মানে অনেক কিছুই।৯০ বছরের বিয়ে! কল্পনাকে বাস্তবে পরিণত করেছেন কুমিল্লার প্রবীণ আইনজীবী মোহাম্মদ ইসমাইল। মিনোয়ারা আক্তার (৩৭) নামের এক নারীকে পাঁচ লাখ টাকা কাবিনে বিয়ে করলেন এ বর। তিনি কুমিল্লা আইনজীবী সমিতির ৫ বারের নির্বাচিত সভাপতি।
সকালে অর্ধশত বরযাত্রী নিয়ে নগরীর দেশালিপট্টিতে কনের বাড়ি যান ইসমাইল। এটি তার দ্বিতীয় বিয়ে। বিয়ে সম্পন্ন হওয়ার পর বিকেলে তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। প্রথম স্ত্রী মাহমুদা বেগম সাত বছর পূর্বে মারা যান। প্রথম সংসারে পাঁচ ছেলে ও এক মেয়ে রয়েছে।
কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, ‘আমাকে দাওয়াত করেছিলেন। যেতে আনইজি অনুভব করেছি।’
মোহাম্মদ ইসমাইল হোসেনের বড় ছেলে অ্যাড. মোহাম্মদ ইসহাক সিদ্দিকী, ‘আমি আগে জানতাম না। আব্বু বিয়ে করে আমাকে ফোন করেছেন। পরে আমি গিয়ে তাদের দুজনকে বাসায় তুলে এনেছি।’
মোহাম্মদ ইসমাইলের বাসায় গিয়ে দেখা যায় তিনি নববধূর সাথে খুনসুটি করছেন। তার সহপাঠীরা দলে দলে শুভ কামনা জানাতে আসছেন। তিনি উপস্থিত সংবাদকর্মীসহ সকলকে খুশিতে মিষ্টি বিতরণ করছেন।
Posted ৪:১৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি