| শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০
মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ
সড়ক দুর্ঘটনায় নিহত বেনাপোলের পিকনিক থেকে ফেরা শিক্ষার্থীদের স্মরনে নানা কর্মসুচীর মধ্যে দিয়ে শোক দিবস পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল নিহত শিক্ষার্থীদের স্মরনে শোক র্যালি, শিশু শিক্ষার্থীদের স্মৃতি স্তম্ভে পুস্প স্তবক অর্পন, দোয়া ও মোনাজান । ২০১৪ সালের ১৫ ফেব্রয়ারী বেনাপোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মুজিব নগর পিকনিক শেষে ফেরার সময় চৌগাছায় সড়ক দুর্ঘটনায় ৯ শিশু শিক্ষার্থী মারা যায়।
শনিবার সকাল সাড়ে ৮ টার সময় বেনাপোল পৌরসভার আয়োজনে মেয়র লিটনের নেতৃত্বে শোক র্যালি বের হয়। র্যালিটি বেনাপোল পৌর আওয়ামীলীগ এর দলীয় কার্যালয় থেকে বের হয়ে শিশু শিক্ষার্থীদের স্মৃতি স্তম্ভ বেনাপোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে (গাজিপুর) পুস্প স্তাবক অর্পন করেন যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন। এবং নিহতদের আত্নার মাগফেরাত কামনা করে সেখানে মোনাজাত করা হয়।এরপর র্যালিটি ফিরে পৌর আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এসে শিশু শিক্ষার্থীদের স্মরনে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া শেষে সংক্ষিপ্ত এক আলোচনায় মেয়র লিটন বলেন আমরা আজ ভাষা হারিয়ে ফেলেছি। আমাদের ভভিষ্যৎ প্রজন্ম বেনাপোলে যে শিক্ষার্থীদের হারিয়েছি সে ক্ষতি পুরুন হবার নয়। এর মধ্যে হয়ত কেউ বিশ্ব মানের মানুষ হতে পারত, কেউ সচিব, কেউ ডাক্তার , কেউ ইঞ্জিনিয়ার, কেউ মন্ত্রী কেউ এমপি কেউ রাষ্ট্রের কর্নধর হতে পারত। এই দিনটি বেনাপোল সহ সারা বিশ্ব বাসীকে কাঁদিয়ে তোলে। আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করি।
এসময় র্যালি দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার, শার্শা উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় সম্পাদক আব্দুর রহমান, শার্শা উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শারমিন আক্তার, সাংগঠনিক সম্পাদক বিউটি খাতুন, যশোর জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সহ-সভাপতি এমদাদুল হক বকুল, বেনাপোল পৌর আওয়ামীলীগ নেতা মতিয়ার রহমান মধু, মোজাফফর হোসেন, আবু তাহের বাবুল, পৌর কাউন্সিলার মিজানুর রহমান, পৌর আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি রহমত আলী, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোহাম্মাদ আলী খান,মগর আলী, আসাদুজ্জামান আশা, বীর মুক্তিযোদ্ধা এসকে শহিদুল্লাহ, নুরুজ্জামান, পৌর যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ, বেনাপোল ইউপি সদস্য আঃ হাই, প্রিন্স, সাবুর আলী, সহ উপজেলা ও বেনাপোল পৌর আওয়ামীলীগ, যুবলীগ, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আওয়ামী তৃনমুল পরিষদের নেতৃবৃন্দ, ছাত্রলীগ প্রমুখ।
উল্লেখ্য ২০১৪ সালের ১৫ ফেব্রুয়ারী বেনাপোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐতিহাসিক মুজিব নগর পিকনিকে যায়। সেখান থেকে ফেরার পথে চৌগাছার ঝাউদিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ঘটনা স্থলে নিহন হয় বেনাপোল পৌরসভার ছোট আঁচড়া গ্রামের সৈয়দ আলীর দুই মেয়ে পঞ্চম শেণীর ছাত্রী সুরাইয়া (১০) ও তার বোন জেবা আক্তার (৮) ছোটআঁচড়া গ্রামের ইউনুস আলীর মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী মিথিলা (১০) রফিকুল ইসলামের মেয়ে চতুর্থ শ্রেনীর ছাত্রী রুনা আক্তার মীম (৯), লোকমান হোসেনের ছেলে চতুর্থ শ্রেনীর ছাত্র শান্ত (৯) গাজিপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে সাব্বির হোসে নামাজ গ্রামের হাসান আলীর মেয়ে পঞ্চম শ্রেনীর ছাত্রী আঁখি (১১)। এরপর ১৩ দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা যায় ছোটআঁচড়া গ্রামের মনির হোসেনের ছেলে পঞ্চম শ্রেনীর ছাত্র ইকরামুল (১১) ৩২ দিন পর ঢাকায় সাময়িক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে পঞ্চম শ্রেনীর ছাত্র ইয়ানুর রহমান।
Posted ১২:৫৮ অপরাহ্ণ | শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি