| বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চগড়ে আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল জেলার ৫টি উপজেলার ১ হাজার ৭৭ টি কেন্দ্রে ৯ মাস থেকে ১০ বছরের কমবয়সী ২লক্ষ ৬১ হাজার ৩শ ৭৪ শিশুকে দেয়া হবে হাম-রুবেলা টিকা।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষটি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. ফজলুর রহমান।
জানা যায়, দেশব্যাপী শিশুদের হাম-রুবেলা ক্যাম্পইনেী অংশ হিসাবে জেলার ৫ উপজেলার ১১ হাজার কেন্দ্রে প্রায় ২হাজার ২শ টিকাদান কর্মী শিশুদের এ টিকা আগামী ১১ মার্চ থেকে প্রদান করা শুরু করবে এবং ১১ এপ্রিল শেষ করবে।
এসময় উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা.ফজলুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডা.সিফাত জাহান,পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাফি মোজাম্মেল সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
সংবাদ সম্মেলন জেলা সিভিল সার্জন ফজলুর রহমান জানান,চলতি মাসের ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পঞ্চগড়ের ৫ টি উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে শিশুদের হাম-রুবেলা টিকা দেয়া হবে।
Posted ২:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি