| সোমবার, ১৩ এপ্রিল ২০২০
মোঃ শরীফুজ্জামান, বাসাইল(টাঙ্গাইল)ঃ
করোনা ভাইরাস প্রতিরোধে টাঙ্গাইলের বাসাইলকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।
আজ দুপুরে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় ইতিমধ্যে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। যেহেতু বাসাইলে এখনও কোন রোগী শনাক্ত হয়নি সে কারণেই এই সিদ্ধান্ত। বাসাইল উপজেলায় প্রবেশের জন্য ২৯টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে জরুরী সেবা, এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, নিত্য পণ্যসহ জরুরী প্রয়োজনে যাতায়াতের জন্য কয়েকটি পয়েন্ট খোলা রাখা হবে। যাতে এক উপজেলা থেকে আরেক উপজেলায় প্রবেশ করতে পারে। তবে এখানে নিরাপত্তারক্ষী দিয়ে চৌকি বসানো হবে। সুনির্দিষ্ট কারণ ছাড়া কেউ এই উপজেলায় প্রবেশ করতে পারবে না, বেরও হতে পারবে না।
এ ছাড়াও বিকল্প যোগাযোগের ব্যবস্থা রেখে অন্য সব পয়েন্ট গুলো বাঁশ দিয়ে বন্ধ করে দেয়া হবে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান, ওসি এসএম তুহীন আলী, সাংবাদিক, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
Posted ৯:৫১ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি