| সোমবার, ১৩ এপ্রিল ২০২০
কবির হোসেন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
দৈনিক আমার সংবাদ নাগরপুর উপজেলা প্রতিনিধি মো. আজিজুল হক সংগ্রহকৃত নমুনায় করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। এ পর্যন্ত নাগরপুর থেকে ১৭ জনের নমুনা পাঠানো হয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) এ। তবে এর মধ্যে ১ জন ব্যাতীত বাকি ১৬ জনের কারো নমুনায় করোনার অস্তিত্ব পাওয়া যায়নি।
করোনা সন্দেহে দৈনিক আমার সংবাদ এর নাগরপুর উপজেলা প্রতিনিধি মোঃ আজিজুল হক নমুনা সংগ্রহ করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল কর্তৃপক্ষ।
নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোঃ রোকুনুজ্জামান খান জানিয়েছেন, নাগরপুর থেকে যাদের নমুনা পাঠানো হয়েছিল তাদের নমুনায় করোনার অস্তিত্ব না পাওয়ায় তাদের আতঙ্কিত না হয়ে নিরাপদ সামাজিক দূরত্ব মেনে ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
Posted ২:৩১ অপরাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি