| সোমবার, ২০ এপ্রিল ২০২০
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়ায় মহামারী করোনা পরিস্থিতিতে ব্যক্তি উদ্যোগে ঘরবন্দী নিম্ন ও মধ্যবিত্ত প্রায় আড়াইশো পরিবারের ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন সমাজসেবী ও উপজেলা বিএনপির আহবায়ক ও রাজনৈতিক শাহাদত হোসেন রঞ্জু।এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,আলু,ভোজ্য তেলসহ অন্যান্য।গত এক সপ্তাহে তিনি এসব খাদ্য সামগ্রী ঘরবন্দী মানুষদের ঘরে পৌছে দেন।
সামনে আরো সংখ্যা বাড়ানোর চিন্তা রয়েছে তার।তিনি রাজনীতি প্লাটফর্ম ছাড়াও বিভিন্ন সময় অগোচরে দিয়ে আসছেন নানান সহযোগিতা। চলমান করোনা পরিস্থিতিতে তাঁর ব্যক্তিগত উদ্যোগে প্রায় আড়াইশো ঘরবন্দী মানুষ পেয়েছেন খাদ্য সামগ্রী সহযোগিতা।
এছাড়াও তিনি উপজেলা বিএনপির আহবায়ক হিসেবে সদস্য সচিব রেজাউল করিম শাহিনসহ বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় তেঁতুলিয়ার সাতটি ইউনিয়নের চৌদ্দশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।এখানে পঞ্চগড় জেলার অভিভাবক সাবেক স্পীকার ব্যরিস্টার জমির উদ্দিন সরকার ও তার সুযোগ্য পুত্র ব্যরিস্টার নওশাদ জমিরের সহযোগিতা রয়েছে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক শাহাদত হোসেন রঞ্জু।
Posted ৭:০৬ পূর্বাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি