| বুধবার, ২৯ এপ্রিল ২০২০
রাজারহাট প্রতিনিধি :
কুড়িগ্রামের রাজারহাটে করোনা পরিস্থিতিতে গরীব অসহায় কর্মহীন শ্রমজীবী ও হতদরিদ্র মানুষের মাঝে দ্বিতীয় পর্যায়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।আজ ২৭ এপ্রিল দুপুর ২ ঘটিকায় প্রেসক্লাব রাজারহাটের আয়োজনে প্রেসক্লাবের উপদেষ্টা বাবু রামজীবন কুন্ডুর অর্থায়নে প্রেসক্লাব চত্বরে ১০০জন অসহায় – দরিদ্র মানুষের মাঝে চাল- ডাল, আলু- সাবান ও লবন বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা আকলিমা বেগম। অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন- অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার , বাংলাদেশ আওয়ামী লীগ রাজারহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুনুর মোঃ আখতারুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি এসএ বাবলু, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য লুৎফর রহমান আঁশু,কোষাধ্যক্ষ মো:এনামুল হক,প্রচার সম্পাদক এ.এস লিমন,ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সুমন কুমার রায়সহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।
এসময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ আকলিমা বেগম এলাকার কৃষকের উৎপাদিত কিছু পাটশাক ক্রয় করে ত্রাণের সাথে প্রত্যেক পরিবারের মাঝে তা বিতরণ করেন।
খাদ্য সামগ্রী পেয়ে গরীব অসহায় মানুষগুলো প্রেসক্লাবের উপদেষ্টা এবং বিশিষ্ট সমাজসেবক বাবু রামজীবন কুন্ডু ও সহকারী কমিশনার (ভূমি) সহ বিতরণকারীদেরকে ধন্যবাদ জানান।
শেষে ত্রাণ বিতরণ কারী স্বেচ্ছাসেবকদের মাঝে বাংলাদেশ স্কাউটস এর পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। বাংলাদেশ স্কাউটস রাজারহাট উপজেলা শাখার সাবেক সাধারন সম্পাদক আব্দুল লতিফ মোল্লা ও সাবেক কোষাধ্যক্ষ লুৎফর রহমান এসময় উপস্থিত ছিলেন।
Posted ১২:১৭ অপরাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি