| বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
পঞ্চগড় প্রতিনিধি:
করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সুপারিশ ও দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পঞ্চগড় জেলা শাখা। বৃহস্পতিবার দুপুরে সংগঠনটির পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল আলম পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রেরণ করেন। স্মারকলিপিটি গ্রহণ করেছে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। এ সময় সিপিবির কয়েক নেতাও উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে তারা ১৪ টি দাবি ও সুপারিশের কথা উল্লেখ করেন। এর মধ্যে করোনা পরিস্থিতিতে জাতীয় বাজেট পুনর্বিন্যস্ত করে করোনা মোকাবেলার জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা, চিকিৎসা খাতে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ, সেনাবাহিনীর মাধ্যমে অসহায় পরিবারের তালিকা প্রস্তুত করে তাদের রেশন কার্ড দেয়াসহ ৩ মাসের খাদ্য সামগ্রি পৌছে দেয়া, সবেতনে ১/ ২ মাস গার্মেন্টস বন্ধ রাখা, অসৎ ব্যবসায়িরা যেন কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সেজন্য নজরদারি বৃদ্ধি ও কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া ও সরকার ঘোষিত অর্থনীতি পুনরুদ্ধার প্রণোদনার সিংহভাগ সরাসরি কৃষক, শ্রমজীবী, ক্ষুদে ও মধ্য বিনিয়োগকারীদের প্রদানসহ জনগুরুত্বপূর্ণ ১৪ টি দাবি ও সুপারিশ তুলে ধরেন তারা।
Posted ৩:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি