| রবিবার, ০৩ মে ২০২০
মো.তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ প্রতিনিধিঃ
লকডাউনের মধ্যেই দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ীতে ব্যপক হারে বায়ু দূষণ করা হচ্ছে।
রবিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়,ঝাড়বাড়ী বাইপাস সড়কের সাথে এবং ঝাড়বাড়ীর দাখিল মাদ্রাসার পূর্ব পাশে উত্তর বাজারের সঙ্গে জনৈক জয়গঞ্জ বালু ঘাট ইজারাদার ও ব্যবসায়ী অধিক মুনাফার আসায় আত্রাই নদী থেকে বালু উত্তোলন করে অবৈধ ভাবে স্টোক পয়েন্ট করা হয়েছে।
এ কারণে রাস্তায় বালু পড়ে ধুলা উড়ছে এবং যানবাহন চলাচলে যানজট বিঘ্ন ঘটে যানজট তৈরী হচ্ছে। অন্যদিকে বালুবাহী অবৈধ ট্রাক্টর-ট্রলিসহ লাইসেন্সবিহীন বিভিন্ন যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করায় পথচারিদের যাতায়াত হয়ে পড়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিষিদ্ধ এসব যানবাহনে বাড়ছে দুর্ঘটনা ও বায়ু দূষণ। এতে শঙ্কিত হয়ে পড়েছে ঝাড়বাড়ী বাসী আর মূর্তিমান আতঙ্ক হয়ে দেখা দিয়েছে এসব অবৈধ যানবাহন। যেসব যানবাহনের অধিকাংশ চালকই অপ্রাপ্ত বয়স্ক। নেই কোনো ড্রাইভিং লাইসেন্স। গাড়ির বিকল ব্রেক-হর্ন নিয়ে অনিয়ন্ত্রিত গতিতেই ট্রাক্টর-ট্রলি পাল্লা দিয়ে নিয়মিত চলাচল করে চলেছে।
ঝাড়বাড়ী আমজাদিয়া দাখিল মাদ্রাসা এলাকার ব্যবসায়ী আব্দুল গফুর আলী বলেন, রাস্তায় পাশে বালু স্টোক করায় আমরা এখানে যারা দোকানদার আছি, আমাদের খুব অসুবিধা হচ্ছে। বিশেষ করে রাস্তাঘাটে সব ধুলাবালি দোকানের ভিতরে আসতেছে, এবং পার্শ্ববর্তী দোকানগুলোতে অনেক ধুলাবালি ঢুকতেছে, আবার রাজশাহী সহ বিভিন্ন জেলা থেকে ডাইভার হেলপার গুলো আসছে এবং জমায়েত ভাবে থাকায় তাদের দাড়ায় এলাকার মানুষের মাঝে করোনা আক্রান্ত যে হবে না তা কোনো সহেন্দ নেই।
অপর এক বাসিন্দা মোঃ শরিফুল ইসলাম বলেন, আমরা গাড়িগুলোর শব্দের কারণে রাতে ঘুমাতে পারছিনা এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন বালুর স্টোক ব্যবসা আমাদের জন্য ক্ষতিকর। মোটরসাইকেল চালক মো. মুসলিম ইসলাম লিমন বলেন, ধুলাবালির কারণে মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন চলাচলের সমস্যা হচ্ছে এবং পরিবেশের উপর ব্যাপক ভাবে প্রভাব বিস্তার করে চলছে।
এ বিষয়ে এলাকার সচেতন মহল মাদ্রাসা সহ ঝাড়বাড়ী পুরাতন বাজারের পূর্ব দিকে রাস্তার পাশে বালু স্টোক পয়েন্ট না করার জন্য বালু ঘাট ইজারাদার ও বালু ব্যবসায়ী বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
Posted ১১:৪২ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি