| বৃহস্পতিবার, ০৭ মে ২০২০
.তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও -ঢাকা মহাসড়কের দিনাজপুরের বীরগঞ্জে পিছন দিক থেকে ট্রাক ধাক্কায় শালিকা-দুলাভাই নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে উপজেলার ২৮মাইল বাজার এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমোড়ক এলাকার সাইফুল ইসলামের জামাতা রংপুর আলমনগর গ্রামের নুরজাম্মান ছেলে সাইদুল জাম্মান সমুন (৩৫) ও মেয়ে সূর্বনা আক্তার (২৩)।
বীরগঞ্জ থানার এসআই নিমাই কুমার রায় জানান, দ্রুত গামী একটি ট্রাক, রংপুর থেকে ঠাকুরগাঁও গামী একটি মোটর সাইকেলকে ধাক্কা দিলে মোটর সাইকেলচালক সাইদুল জাম্মান সমুন ঘটনাস্থলে মারা যায় ও তার শালিকা সুবর্ণা আক্তারকে ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
এঘটনা বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Posted ৩:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি