| শুক্রবার, ০৮ মে ২০২০
বিধান চন্দ্র রায়,ঘাটাইল টাংগাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে দেউলাবাড়ি ইউনিয়নে শাহজাহান আকন্দ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় ২ হাজারের অধিক কর্মহীন ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতারণ করা হয়।
শুক্রবার (৮ মে) কে নাগবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শাজাহান আকন্দ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ শামীম মিয়া উপস্থিত থেকে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে ২য় বারের মত প্রায় ৬ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সাসগ্রী তুলে দেন।
এর আগে গত সপ্তাহে উক্ত এলাকাতে প্রায় ৫শত পরিবারের মাঝে ত্রান সহায়তা প্রদান করেন। এ ছাড়াও তিনি করোনা সংক্রমণ ঠেকাতে ঘাটাইল উপজেলা প্রশাসন, সাংবাদিক ও স্বেচ্ছাসেবীদের মাঝে ২৫০টি পিপিই প্রদান করেন।
.উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ১নং দেউলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খান। শাজাহান আকন্দ ফাউন্ডেশনের সহ- সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, সম্পাদক মোঃ আলমঙ্গীর হোসেন, দেউলাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান ভূইয়া,আসাদুজ্জামান মিয়া (শাহীন), মোঃ সানোয়ার হোসেন শরীফ, পোড়াবাড়ি বাজার সমিতির সভাপতি মোঃ বাচ্চু মিয়া, খন্দকার ফুয়াদ হাসান, মিল্টন সহ স্থানীয় নেতৃবৃন্দ ।
Posted ২:০১ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি