| মঙ্গলবার, ১২ মে ২০২০
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল”রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে”
এযেন তারই প্রতি ছবি, “মিজান ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, মিজান চলেছে খাবারের বোঝা হাতে।”
হ্যাঁ, উদ্ভাবক মিজান রাতদিন ছুটে চলেছেন, তবে নিজ স্বার্থে নয়। মানবতার স্বার্থে। খাবার হাতে তিনি সেই খবরের কাগজ ওলা রানারের মত, খাবারের ফেরিওয়ালা হয়ে খাবার বিতরণে ছুটছেন।
আজও তিনি ছুটেছেন খাবার হাতে, নাভারন রেল স্টেশন এলাকা, পলাশী বাজার, হাড়িখালি মোড় ও নাভারণ আনসার ক্যাম্প মোড়ে ক্ষুধার্তদের দ্বারে।
মিজান বলেন, আমি হয়তো একা একা, এভাবে খাবার বিতরণ করতে পারতাম না। যদি না শার্শা উপজেলা নির্বাহি কর্মকর্তা পুলক কুমার মন্ডল ও এসিল্যান্ড খোরশেদ আলম স্যার আমাকে সহযোগিতা করতেন। তারা তাকে সর্বাত্নক সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।
Posted ২:৩২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি