| বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
বিধান চন্দ্র রায় ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে দুই জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৪মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছে টাঙ্গাইল সিভিল সার্জন।
ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে, একজন সংগ্রামপুর ইউনিয়নের কাউটানগরের সরবানু (৭০) করোনায় আক্রান্ত হয়েছেন।
অন্যজন,ঘাটাইল নরজনা গ্রামের মান্নান খান (৪৫)। এদের মধ্যে আব্দুল মান্নান মারা গেছেন।তিনি কয়েক দিন আগে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেন।পরে গত মঙ্গলবার (১২মে) তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার প্রাপ্ত ফলাফলে জানা যায়, তিনি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
এ নিয়ে ঘাটাইলে মোট চারজনের দেহে করোনা শনাক্ত হওয়ার তথ্য পাওয়া গেল। তাদের মধ্যকার দুইজনই মারা গেছে। করোনায় মারা যাওয়া তাদের একজনের নাম মহিউদ্দিন, আরেকজনের নাম আব্দুল মান্নান। গতকাল ১৩ মে মোতালেব হোসেন নামক এক স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত নিশ্চিত হওয়ায় বর্তমানে টাঙ্গাইল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Posted ১:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি