| রবিবার, ৩১ মে ২০২০
দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ ঃ
গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মশা বিনাশকারী ঔষধ স্প্রে করার মধ্য দিয়ে পৌরসভার মাসব্যাপী মশক নিধন কর্মসূচি শুরু হযয়েছে। রোববার সন্ধ্যায় গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় সহ আশপাশের এলাকায় মশা বিনাশকারী তরল ঔষুধ মটর চালিত যন্ত্রের মাধ্যমে স্প্রে করা হয়।
সামাজিক দূরত্ব¡ বজায় রেখে এসময় গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিসি) আব্দুল্লাহ আল বাকী, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, কাউন্সিলর আল-আমীন, পৌর সচিব কে.জি.এম. মাহমুদ,প্রশাসনিক কর্মকর্তা মো. হারুনার রশিদ সহ পৌর সভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবছরের এ সময়টাতে মশার উপদ্রব বেড়ে গিয়ে মশাবাহিত নানান ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, তাই পৌরবাসীকে মশার উপদ্রব থেকে পরিত্রাণের লক্ষ্যে পৌরসভার এ উদ্যোগ গ্রহণ। পৌরসভার সকল ওয়ার্ডে স্প্রে করার জন্য মোট ২০ জন স্বেচ্ছাসেবী কর্মী নিয়োজিত করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পৌর মেয়র কাজী লিয়াকত আলী গণমাধ্যমকে বলেন, পৌর সভার উদ্যোগে শুধু মশা বিনাশকারী ঔষধ ছিটানো হলেই মশা নিধন হবে না, আমরা প্রত্যেকে নিজ উদ্যোগে যার যার ঘর-বাড়ী ও আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সচেষ্ট হই এতে করোনাসহ মশাবাহিত সকল রোগজীবানু ধ্বংস করা সম্ভব।
Posted ৪:০৭ অপরাহ্ণ | রবিবার, ৩১ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি