| শনিবার, ২০ জুন ২০২০
হিলি প্রতিনিধি।
দিনাজপুরের হিলিতে স্বামী-স্ত্রীকসহ তিনজনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
আজ শনিবার (২০ জুন) ভোর রাতে উপজেলার সীমান্তবতী গ্রাম নওপাড়া নিজ বাড়ি থেকে ৫০০ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করে।
হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ জানান, মাদকের একটি বড় চালান সীমান্ত পেরিয়ে নওপাড়া গ্রামে একটি বাড়িতে স্বামী-স্ত্রীসহ তিনজন অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই রাজুর নেতৃত্বে পুলিশের একটি দহলদল নওপাড়া গ্রামের হান্নানের বাড়িতে অভিযান চালায়। এ সময় দীঘ সময় অভিযান চালিয়ে অভিনব কায়দায় বাড়ির সয়নকক্ষের বিছানার নিচ থেকে পিলিথিনে মোড়ানো ৫০০ পিচ ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়।
তিনি আরও জানান, স্বামী-স্ত্রী এই দুইজন দীঘ দিন থেকে দেশের বিবিন্ন স্থানে মাদক পাচার করে আসছিলো। মাদক বিরোধী অভিযান তাদের অব্যহত থাকবে।
আটকৃকতরা হলেন, উপজেলার নওপাড়া গ্রামের মৃত তায়েজ উদ্দীনের ছেলে আব্দুল হান্নান (৪০) ও তার স্ত্রী জান্নাতী বেগম (২৩) এবং উপজেলার ধাওয়া নশিপুর গ্রামের ওয়াজেদ ইসলামের ছেলে মনিরুল ইসলাম মোহন (৩০)।
পরে আটককৃতদের মাদকের আইনে মামলা দায়ের পূবক দিনাজপুর জেল হাজতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
Posted ১২:৫৪ অপরাহ্ণ | শনিবার, ২০ জুন ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি